ডিটেলঃ
ভাষা – বাংলা, রিলিজ তারিখ –২৮শে জুন ২০১৩, দৈর্ঘ্য – ২ ঘন্টা ১৫ মিনিট, ছবি – রঙীন, ওয়েবসাইট – C/O স্যার, পরিচালনা ও চিত্রনাট্য –কৌশিক গাঙ্গুলী, সঙ্গীত –রাজা নারায়ণ দেব
অভিনয়ে– শাশ্বত চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, রাইমা সেন, ইন্দ্রনীল সেনগুপ্ত, সব্যসাচী চক্রবর্তী, অরুণ মুখার্জী, কৌশিক গাঙ্গুলী।
সমালোচনাঃ কৌশিক গাঙ্গুলীর ছবি দেখার জন্যে আজকাল উৎসুক হয়ে বসে থাকি। শোনা যাচ্ছে টলিউডে এখন তিনি, কমলেশ্বর মুখার্জী এবং সৃজিত মুখার্জী – এই তিনজনেই নাকি সবচেয়ে গুণগ্রাহী, চিত্তাকর্ষক এবং বুদ্ধিদীপ্ত ছবি বানাচ্ছেন। বাকি দুজনকে নিয়ে আলোচনা নাহয় তাঁদের স্ব–স্ব ছবির ক্ষেত্রে করব। আপাতত কথা হোক C/O স্যার–এর। কী ভেবে দেখতে বসলাম? ‘থ্রিলার‘ এবং শাশ্বত চট্টোপাধ্যায়। বব বিশ্বাস হিসেবে তাঁর অভিনয়ের পর কি আর এই ছবি ছাড়া যায়? উপরি পাওনা ছিল একটা ভাল প্লটের আভাস।
শুরুর দৃশ্য থেকেই পরিচালক এবং সিনেমাটোগ্রাফারকে কুর্ণিশ, শাশ্বতর চাঁচাছোলা মুখ সামনের চেয়েও বেশি সাইড অ্যাঙ্গল থেকে দুর্দান্তভাবে শুট করার জন্যে। ফায়ারপ্লেসের পটভূমিকায় কালো চশমা পরে কানে ফোন ধরা শাশ্বতর শট অসাধারণ। গল্পের শুরুতেই জানিয়ে দেওয়া হয় তিনি শিক্ষক জয়ব্রত রে, রায় নন। পাহাড়ের বয়েজ স্কুল, তার মধ্যে দারুণ সুন্দর এক কটেজ, ঝকঝকে দৃশ্যাবলী আপনাকে ছবিটা দেখতে বেশ আগ্রহী করে তুলবে।