এই আলোচনা লেখার জন্যে কেউ আমাকে একটাও টাকা/ডলার/পাউন্ড দেয়নি। সিনেমা বোদ্ধা/আঁতেল নই, শুধুমাত্র দর্শক হিসেবে বক্তব্য পেশ করছি।
ডিটেল –
ভাষা – বাংলা, রিলিজ তারিখ – ২৬শে সেপ্টেম্বর, ২০১৪, দৈর্ঘ্য – ২ ঘন্টা ২৮ মিনিট, ছবি – রঙীন, গল্প ও চিত্রনাট্য – সৃজিত মুখার্জী, সঙ্গীত – অনুপম রায়, পরিচালনা – সৃজিত মুখার্জী, অভিনয়ে – অপর্ণা সেন, চিরঞ্জিত, গৌতম ঘোষ, পরমব্রত, কৌশিক গাঙ্গুলী, ইন্দ্রাশিস রায়, পায়েল সরকার, রাহুল, নীল মুখার্জী, বরুণ চন্দ, অর্পিতা, কনীনিকা, অনিন্দ্য চ্যাটার্জী।
আলোচনা –
জাতিস্মর নিয়ে এখানে একটা শব্দও খরচ করিনি। পরিচালক আমাকে বলেছিলেন জাতিস্মর ভাল না লাগলে টিকিটের পয়সা ফেরত দেবেন। কিন্তু চতুষ্কোণের আলোচনায় জাতিস্মরের কথা কেন উঠছে?
কারণ জাতিস্মর ভাল না লাগলেও চতুষ্কোণ সেটা সুদে-আসলে পুষিয়ে দিয়েছে। তাই টিকিটের পয়সা ফেরত চাইছি না। বরং প্রবাসী বন্ধুদের সুপারিশ করে চতুষ্কোণ দেখতে পাঠিয়েছি।