অভ্যন্তরে
শরীরের এই যন্ত্রণা তো সবাই বুঝতে পারে , মনের ও।
কিন্তু আরো আভ্যন্তরীণ যন্ত্রণার কথা কেউ বলে না কেন,
যা অনুভব করা যায় না , কল্পনা করা যায় না,
অথচ, শীতভোরের দিগন্তব্যাপী কুয়াশার মত সমস্ত
সত্তাকে আচ্ছন্ন করে ফেলে ।
এ যন্ত্রণার উৎস কী? কে জানে, কেউ জানো?
না চাওয়া সত্তেও এ কেন এভাবে সবকিছু গ্রাস করে নেয়?
কেন, কেন – কেউ তো চায় না এতো যন্ত্রণা ।
আমি তো চাই না, তাহলে কেন।
যে মুহুর্তগুলো এই অনির্বচনীয় যন্ত্রণায় আচ্ছন্ন থাকি,
নিজেকে কেন যে এত পর মনে হয়..
অথবা, কোন এক অপরের সবকিচ্ছু নিজের কেন মনে হয়।
এ যন্ত্রণা কি সবার জন্য, না কেবল মুষ্টিমেয় কিছু
নির্বাচিত বিষাদবিলাসীর জন্য?
কে জানে, কেউ জানো?