RSS

একেন বাবু

08 Aug

 

একেন বাবুর সঙ্গে প্রথম পরিচয় একটু দেরিতেই হল। হইচই অ্যাপে বিজ্ঞাপন শুরু হতেই বেশ ইন্টারেস্টিং লেগেছিল। তার আগে ভাসা ভাসা মনে পড়ল যে একটি বিখ্যাত বাংলা ব্লগে গোয়েন্দা একেন্দ্র সেনের কথা পড়েছিলাম। তিনি আর একেন বাবু কি এক? অত কিছু না ভেবেই সিরিজটা দেখতে শুরু করেছিলাম। দুটো পর্বের পরেই এমন কৌতুহল জাগল যে গুগল-টুগল করে একাকার। দেখলাম একেন বাবু আর একেন্দ্র সেন একই চরিত্র। স্রষ্টা হলেন সুজন দাশগুপ্ত। একেন বাবুকে নিয়ে বেশ কয়েকটা গল্প আছে যার প্রথম দুটো নাকি আনন্দমেলায় বেরিয়েছিল ৯০-এর দশকে। আমি ছোটবেলায় যদি পড়েও থাকি, এখন একেবারেই মনে করতে পারছি না। যাইহোক, দশটা পর্ব দেখার পর একেন বাবুর প্রথম উপন্যাসটাও পড়ে ফেললাম। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে অনলাইন ক’লাইন পেলাম একেন বাবু কে নিয়ে, সেটা একটু শেয়ার করি।

একেনবাবুর নিজের ভাষায় তিনি-
আমি গল্পের গোয়েন্দা। কলকাতা পুলিশে চাকরি করতাম। এখন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ক্রিমিনলজি নিয়ে রিসার্চ করছি। থাকি বাপিবাবু আর প্রমথবাবুর সাঙ্গে। ম্যানহ্যাটানের মুনস্টোন মিস্ট্রির রহস্যভেদ করতে সাহায্য করেছিলাম – সেই থেকে নিউ ইয়র্ক পুলিশের ক্যাপ্টেন স্টুয়ার্টসাহেব আমাকে পছন্দ করেন। রিসার্চেই আমার বেশির ভাগ সময় চলে যায় – তবে কেউ কেস নিয়ে এলে তাদের ফিরিয়ে দিতে পারি না। বাপিবাবু আমার এই কেসগুলো নিয়ে পত্র-পত্রিকায় লেখেন শুনেছি। কয়েকটা বইও নাকি ছাপিয়েছেন। প্রমথবাবুর ধারণা সেগুলোর একটা কপিও বিক্রি হয়নি। কথাটা সত্যি কিনা জানি না। তবে বাপিবাবুর এত পরিশ্রম নষ্ট হচ্ছে ভাবতে খারাপ লাগে। এ নিয়ে বাপিবাবু অবশ্য কোনো আলোচনা করতে চান না।

বোঝাই যাচ্ছে একেন বাবু আগে পুলিশ ছিলেন, এখন গোয়েন্দা হয়েছেন। থাকেন নিউ ইয়র্কে, আরো দুজন বাঙালির সঙ্গে এবং রিসার্চ আর গোয়েন্দাগিরি একই সাথে চালিয়ে যান। যেহেতু আমি আগে সিরিজটা দেখেছি, পরে বইটা পড়েছি, ব্যাপারটা তুলনা করা ঠিক হবে কিনা জানিনা। একেনবাবুর উপন্যাস পাঠকের কতটা মনগ্রাহী সে নিয়ে আমার একটু সন্দেহ আছে। এটা মানতেই হবে যে চরিত্রটি বাংলা সাহিত্যের অন্য যে কোনো গোয়েন্দা বা পুলিশের চেয়ে আলাদা। এবং এটাই একেন বাবু ও সুজন দাশগুপ্ত – দুজনের USP। প্রাথমিক পাঠে একেন বাবুকে ভাল না লাগতেই পারে। উনি স্মার্ট নন, অহেতুক বাজে বকেন, সিগারেট খেয়ে যেখানে সেখানে ছাই ফেলেন, আনমনা হয়ে এদিক ওদিক বেরিয়ে পড়েন, বোকা বোকা প্রশ্ন করেন। কিন্তু তাঁর ক্ষুরধার বুদ্ধির পরিচয় অচিরেই পাওয়া যায়। আর সেখানে তিনি একাই বাজিমাত করে দেন। প্রথম উপন্যাস ‘ম্যানহাটানে মুনহান্ট’ এর গল্প নিয়েই ওয়েব সিরিজটা করা হয়েছে কিন্তু লোকেশন পাল্টে ব্যাঙ্গালোর হয়ে গেছে। এই জায়গাটাতেই সুজন বাবুর লেখনী নিয়ে আপত্তি জাগে। উনি গল্পে নিউ ইয়র্ককে খুব একটা প্রাধান্য দেননি বলে সিরিজের জন্যে শহরের ব্যাকড্রপ পাল্টাতে কোনো অসুবিধা হয়নি। ম্যানহাটানের জায়গায় মুম্বইতে মুনস্টোন হলেও গল্পে কোনো তারতম্য হত না।

একেন বাবু ওয়েব সিরিজটি কিন্তু বেশ ঝকঝকে হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অনির্বাণ চক্রবর্তী ফাটিয়ে অভিনয় করেছেন। যদিও ওঁর লুকটা জটায়ুর মত, কিন্তু স্বভাব চরিত্রে একেন বাবুকে স্পষ্ট বোঝা যাচ্ছে। মিষ্টি করে অথচ গা-জ্বালানো ‘স্যার, স্যার’ ব্যাপারটা বেশ ভাল ফুটিয়ে তুলতে পেরেছেন। একেন বাবুর হিন্দিও যে তথৈবচ সেটা ওঁর উচ্চারণে পরিষ্কার বোঝা যায়। প্রায় প্রতিটা এপিসোডেই কমিক এলিমেন্ট পর্যাপ্ত রেখেছেন পরিচালক। তার মাঝেই একেন বাবুর বুদ্ধি শান দেওয়া ছুরির মত ঝিলিক দিয়ে রহস্যভেদ করে যেতে থাকে। বাপি ও প্রমথর চরিত্রে যথাক্রমে সৌম্য ব্যানার্জি ও বাবলস। দ্বিতীয় অভিনেতার পুরো নাম জানিনা কাজেই জিজ্ঞ্যেস করবেন না। সৌম্য যখন ‘সিরিয়াল করতেন’ তখন বেশ আড়ষ্ট অভিনয় করতেন। কিন্তু একেন বাবুতে বেশ নতুন ঝকঝকে সপ্রতিভ সৌম্যকে দেখে দিব্যি লাগল। একটু অধ্যাবসায় থাকলে মনে হয় কিছু ভাল কাজ করতে পারবেন। রহস্যের জট ধীরে ধীরে ছাড়ানো হয়েছে, শীতের দুপুরের উষ্ণ কমলালেবুর কোয়ার মত মোলায়েম একেকটি পর্ব। একসঙ্গে দেখুন বা এক এক করে, ভালই লাগবে মনে হয়।

একেন বাবু দেখুন। একটি না-অসাধারণ গল্পকে চকচকে মোড়কে সুস্বাদু চকোলেটের মত পরিবেশন করা বাংলায় খুব বেশি দেখা যায় না।

 
8 Comments

Posted by on August 8, 2018 in টেলিভিশন

 

Tags: , , , , , , , ,

8 responses to “একেন বাবু

  1. Maniparna Sengupta Majumder

    August 8, 2018 at 12:59 AM

    দেখিনি। ভাবছি দেখবো…

    “বাবলস”!! বাপ্‌স… :/

     
  2. Ekak

    August 8, 2018 at 1:49 AM

    দেকতে হবা ..

     
  3. Abhra

    August 8, 2018 at 2:53 AM

    Amio recently dekhechhi ~ surprisingly galpotar katha amaro ekebarei mone nei, kintu series tar execution darun. Bhalo likhechhis.

     
    • PRB

      August 8, 2018 at 1:35 PM

      second golpo Manhattan ey Manhunt ta pore mone holo oboshyo je agey porechhi.

       
  4. Arijit

    August 8, 2018 at 10:19 AM

    bere hoyechhe series ta. 🙂
    btw, golpotar naam Manhattan e Moonstone, moonhunt na. 🙂

     
    • PRB

      August 8, 2018 at 1:35 PM

      Thik i bolechhish. alliteration er chokkore moonstone ar manhunt guliye gechhilo.

       
  5. ahommodashrafulislam

    August 20, 2018 at 1:49 PM

    দেখতে হবে

     
  6. Arijit Baidya

    October 25, 2018 at 4:31 PM

    nice..

     

Leave a reply to Maniparna Sengupta Majumder Cancel reply

 
The Ramblings of Don

Just my ramblings..... and sometimes my nostalgic memories!

Book Reviews by Satabdi

Candid opinions on books I read

photographias

photography and life

VR & G

Vigorous Radiant & Glowing

যযাতির ঝুলি | বাংলা ব্লগ | Jojatir Jhuli | Bangla Blog

বাংলা কবিতা, বাংলা গদ্য.. মুচমুচে, খাস্তা, অনবদ্য। ছুটির দুপুরে হোক না যোগ.. যযাতির গল্প, ছড়া, ব্লগ।।

feeble Lines

- By Adarsh

Natasha Ahmed

Author at Indireads

জীবনের আয়না

কিছু এলোমেলো ভাবনাচিন্তা

ব্লগম ব্লগম পায়রা

এটা-সেটা লেখা-দেখা...কখনো আনমনে কখনো সযতনে, টুকিটাকি আঁকিবুঁকি...সাদা-কালো সোজা বাঁকা

TRANSLATIONS: ARUNAVA SINHA

Bengali-to-English, English-to-Bengali literary translations

Cutting the Chai

India's original potpourri blog. Since 2005. By Soumyadip Choudhury

সাড়ে বত্রিশ ভাজা

একটি বাংলা ব্লগ

MySay.in | Political Cartoons and Social Views

Funny Cartoon Jokes on Latest News and Current Affairs.

Of Paneer, Pulao and Pune

Observations | Stories | Opinions

A Bookworm's Musing

Reading the world, one book at a time!

SpiceArt

"আমার চতুর্পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা..."

Re.lexi.fication

Global structures. Local colour.

Abhishek's blog অভিষেকের ব্লগ

"আমার চতুর্পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা..."

Calcutta Chromosome

"আমার চতুর্পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা..."

Bookish Indulgences

"আমার চতুর্পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা..."

monalisadesign

Monalisa's creations

of spices and pisces

food and the history behind it.